কলা গাছ কেটে কেটে
বানিয়েছি ভেলা,
বর্ষার জলে ছিল
তাই নিয়ে খেলা।
বর্ষায় খাল-বিল
করে থই থই,
ছেলেমেয়েরা ভেলা
নিয়ে করে হই চই।
তাই দেখে দাদা-বুড়ো
করে তাড়াহুড়ো,
ছেলেমেয়েরা তাদের
সাথে হয়ে যায় বুড়ো।
শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।