বাবা আমার সবার সেরা
বাবা আমার সবি,
বাবার মতো আর কে
আছে এই দুনিয়ায় আজি।

বাবা আমার নিত্য
দিনের চিন্তা-চেতনা,
বাবা ছাড়া আর কোথাও
তো পাইনা শান্তনা।

বাবা ছাড়া আর কে
আছে এই দুনিয়ার তরে,
বাবার মতো আপন কেউ
নাই এই জগত সংসারে।


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।