বিশ্ব জুড়ে আসছে এক
ভয়ঙ্কর ভাইরাস,
সবার মাঝে সামাজিক দূরত্ব
রাখার চলছে প্রয়াস।

এই ভাইরাসের সংক্রমণে
বিশ্বে চলছে মহামারি,
ভাইরাস থেকে রেহাই
পাওয়ার চলছে পায়চারী।

করোনার সংক্রমণ চিহ্নিত
হয়েছিল প্রথমত চীনে,
পরবর্তীতে এই ভাইরাসের প্রভাব
ছড়িয়েছে বিশ্বেরও জমিনে।

মিজানুর রহমান (মিজান)
শিক্ষার্থী- ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।