ক্যাম্পাসটা আজ নিরব নিস্তব্ধ
এক জনমানবহীন জনশূন্য।
নেই আর আগের মতো শিক্ষার্থীর কোলাহল
শুধু আছে পাখ-পাখালিদের কলকল।
সবকিছুই পরে আছে আগের মতো
নেই শুধু শিক্ষার্থীদের আনাগোনা।
ক্যাফেটেরিয়ায় জমানো আড্ডাগুলোও আর নেই
শুধু আছে ক্যাম্পাসে কাটানো স্মৃতিগুলোই।
সারাদিনের ব্যস্তময় ক্যাম্পাসে দিন ঘনিয়ে
যখন সন্ধ্যা নামে তখন হাজারো পাখির মেলা বসে।
শিক্ষার্থী-মিজানুর রহমান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।