বৃষ্টি পরে টাপুর-টুপুর টিনের ঘরের চালে
রহিম উদ্দিন বাঁজায় ঢোল বৃষ্টি পড়ার তালে।
বৃষ্টির শব্দে যায় না শোনা আশ-পাশেরই কিছু
ঢোলের বাজনায় ছেলে-মেয়েরা ছাড়েনা তার পিছু।
বৃষ্টি আসছে জোর গতিতে মানছে না যে কিছু
এরই ফাঁকে ছেলে-মেয়েরা কুরিয়ে আনছে লিচু।
বৃষ্টি থেকে পশু-পাখি,জীব-জন্তু রেহাই
পাচ্ছে না তো কেউ জন জীবনে,
নেমে আসে অনেক বড় ঢেউ।
লেখাঃ- ১৯-০৫-২০১৯ ইং
শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।