মায়ের আদর অনেক ছিল আবরাবেরই তরে
সবকিছুকে হার মানিয়ে গেল গহীন অন্ধকারে।

ইচ্ছে ছিল বড় হয়ে হবে ইন্জিনিয়ার
দুবৃত্তদের কষাঘাতে জীবন গেল তার।

মেধাবী হয়ে লাভ কি হলো এই দুনিয়ার তর
মেধাবীর রক্তে রন্জিত হলো বুয়েট ক্যাম্পাস ঘর।

অপরাধ তাহার কি যে ছিল দুবৃত্তদের মনে
সবকিছুকে হার মানিয়ে জীবনটা নিল কেড়ে।

বাবা-মায়ের আদর নিয়ে ছুটে চলল ক্যাম্পাসে
এই আসা যে শেষ আসা হবে তা জানতো বা কে।



শিক্ষার্থী - মিজানুর রহমান (মিজান)
    ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।