নিচ্ছে বিদায় হেমন্ত কাল
আসছে শীতের বুড়ি,
ঝরবে এবার গাছের পাতা
আসবে নতুন কুঁড়ি।

বিকেল বেলা শীতল হাওয়ার
পরশ লাগে গায়ে,
শিশির ভেজা দূর্বাঘাসে
আরাম লাগে পায়ে।

চারিদিকে শীতের আমেজ
লাগছে বিষম ‌ভালো,
গরম জামা পরবে সবাই
নিভবে যখন আলো।

গাছিরা সব খেজুর গাছে
বসায় নতুন হাঁড়ি,
সকাল বেলা খেজুর রসে
মৌ মৌ করে বাড়ি।

নানান রকম পিঠা পুলি
সাথে রসের পায়েস,
ছেলে বুড়ো সবাই মিলে
খেতে লাগে আয়েস।