আমার খবর কেউ রাখেনা
থাকি আমি একা,
অচেনা এক শহর এ যে
পাইনা কারো দেখা।
যারা ছিল আপনজনা
তারা অনেক দূরে,
বন্ধু বান্ধব পাইনা আমি
অচিন শহর ঘুরে।
কাজের মাঝে দিন কেটে যায়
রাত কাটে না একা,
অপেক্ষাতে থাকি আমি
পাবো বন্ধুর দেখা।
নিঠুর বন্ধু বুঝে না তো
আমার মনের ব্যথা,
একলা ঘরে থাকি আমি
কয় না সে তো কথা।
যে দিন আমি চলে যাব
পাবে না তো খুঁজে,
এখন আমি ডাকি তবু
রইলে যে চোখ বুজে।