রেল ছুটেছে রেল ছুটেছে
ঝিকঝিক ঝিকঝিক ঝিক,
রেল ছুটেছে সম্মুখ পানে
সময় মেপে ঠিক।
একটু থেমে বিরাম টানে
আবার বেগে ধায়,
খোকা খুকু দোলা খেয়ে
কি যে মজা পায়।
যাত্রী নামে যাত্রী উঠে
তড়িঘড়ি পায়,
স্টেশনে মানুষ ছুটে
থেমে থাকা দায়।
কভু ছুটে হাওয়ার বেগে
কভু আবার ধীর,
কত রকম মানুষ উঠে
ছুটে চলে নীড়।
নানান রকম জিনিস নিয়ে
হকার ছুটে যায়,
টিটি আসে বহর নিয়ে
সাদা জামা গায়।
কেহ থাকে ঘুমের ঘোরে
কেহ পড়ে বই,
ছেলে মেয়ে কভু আবার
করে যে হৈ-চৈ।
এমনি করে যাচ্ছে ছুটে
রেল চলেছে ওই
মানুষ উঠে মানুষ নামে
রেলের বাড়ি কই?