শহর ছেড়ে পাড়াগাঁয়ে থাকি এখন আমি
গ্রামটা যে আমার কাছে অনেক বেশি দামী।
সকাল বেলা শিশির ঝরে দূর্বাঘাস যায় ভিজে
খালি পায়ে হেঁটে আমার আরাম লাগে কি যে।
চারিপাশে পশুপাখির কলধ্বনি শুনি
মনের মাঝে কত রকম স্বপ্ন আমি বুনি।
পুকুর পাড়ে বসে আমি মাছের নৃত্য দেখি
তাদের সাথে গল্প করার আনন্দটা সে কি!
সীমের গাছে ফুল এসেছে দিচ্ছে মনে দোলা
লাউ এর ডগার পরশ পেয়ে হচ্ছি আত্মভোলা।
মা, মাটি আর প্রকৃতি যে মনটা শীতল করে
এসব ছেড়ে পারি না যে থাকতে আমি ঘরে।
মায়াভরা রাতের আকাশ কেবল আমায় ডাকে
প্রকৃতি তার ভালোবাসায় আগলে আমায় রাখে।
I Leave in the Village
Leaving the city now I live in the village.
The village is very dear to me.
The grass gets wet with dew in the morning.
What a comfort I feel walking barefoot on the grass!
I hear the babbles of animals around me.
A lot of dreams I weave in my mind.
I sit by the pond and watch the fish dance.
What a joy to talk with them!
The flowers of the bean tree have come and are shaking my mind.
I am overwhelmed with the touch of doggerel of the gourd.
Mother, soil and nature cool the mind.
I can't stay at home without these things.
The magical night sky only calls to me.
Nature keeps me in its love.