কি অপরূপ রূপে তোমায়
বানিয়েছেন প্রভু,
এত করে দেখি আমি
মন ভরে না তবু।
যেমন তোমার মুখের গড়ন
তেমন সুন্দর হাসি,
প্রথম দেখায় মুগ্ধ হয়ে
তোমায় ভালোবাসি।
টানা টানা চোখ দুটো আর
রেশমি চুলের ঝলক,
দেখেই আমার চোখ থেমে যায়
পড়েনা যে পলক।
লম্বা চিকন নাকটি তোমার
কপাল খানা বড়,
মনের মাঝে তুমি আমার
ভালোবাসা গড়।
তোমার রূপের মাঝে এ কোন্
যাদু আছে বলো?
তোমায় দেখে আমার ভেতর
এমন কেন হলো?
তুমি কি গো মায়াবিনী
নাকি রূপের রাণী?
তোমার মাঝে খুঁজি আমি
এ কোন্ সুধার বাণী?
সত্যি করে বলো মেয়ে
আমায় ভালোবাসো?
আমায় দেখে মুখ লুকিয়ে
কেন তুমি হাসো?
ভাবছো বুঝি এ কোন্ পাগল
জুটলো আবার এসে,
তোমার রূপের পাগল আমি
নাও না ভালোবেসে।