মুখোশ পরা মানুষগুলো
চেনা বড় দায়,
স্বার্থ এলে আসল রূপটা
চিনতে পারা যায়।
টাকার জন্য চেহারাটা
বদলে ফেলে হায়!
অনেক চেনা মানুষগুলো
অচিন হয়ে যায়।
তাদের কাছে টাকাই দামি
অন্য কিছু নয়,
টাকার জন্য হঠাৎ করে
বন্য তারা হয়।
ন্যায় নীতিতে বিবেক তাদের
বিলোপ হয়ে যায়,
টাকার জন্য সবই তারা
ত্যাগ যে করে হায়!
পৃথিবীটা কারো জন্য
চিরস্থায়ী নয়,
শূন্য হাতে যেতে হবে
নেই কি তোদের ভয়?
ন্যায় নীতির মাথা খেয়ে
চলবি কত কাল?
পরকালে পড়বি ধরা
কি হবে রে হাল?
সময় থাকতে ওরে পাপী
লোভ লালসা ছাড়,
নইলে সেদিন পার পাবি না
চূর্ণ হবে হাড়।