মুজিবের বাংলায় আজ বিচরণ করছে শকুনের দল।
তার নগ্ন থাবায় ক্ষত বিক্ষত দেশ।
রক্তাক্ত আজ অসহায় মজলুম জনতা।
নিপীড়িত, নির্যাতিত, শোষিত আজ দুর্বল জনগণ।
জেঁকে বসেছে রক্তচোষার দল নানা ছলা কলে।
এ যেন হরি লুটের মহোৎসব চলছে।
নির্যাতিত মানুষের বোবা কান্না কেউ শুনছে না।
প্রতারক চক্র আজ সক্রিয় প্রতারণার নতুন নতুন ফাঁদে।
প্রশাসন আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত,
নেই কোন শৃঙ্খলা।
ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরে পায় না বিচার।
ন্যায় বিচার আজ ভূলুণ্ঠিত, অর্থের কাছে পরাভূত।
বিচারের বাণী কাঁদে নিভৃতে।
অসহায় মজলুম জনতা ছুটছে দিগ্বিদিক,
হারিয়েছে দিশা।
কে চালায় দেশ বোঝা মুশকিল, শাসক না শোষক?
এ কি তবে সেই সোনার বাংলা, মুজিবের বাংলাদেশ?
এ দেশ কি চেয়েছিলে তুমি হে পিতা?
ক্ষমা কর মোদের, আমাদের এ অপারগতায়।
In Mujib's Bengal
A group of vultures are roaming in Mujib's Bengal today.
It's bare paws scarred the country.
Helpless, oppressed people are bloody today.
The weak people are oppressed & exploited today.
The bloodsucking group is sitting on various tricks.
As if the festival of Grand Loot is going on.
No one is listening to the mute cries of oppressed people.
Fraudsters today are active in new traps of deception.
The administration is mired in rampant corruption.
There is no discipline.
The victim does not get justice going from door to door.
Justice is lost today, defeated by money.
The words of judgment are silent.
Helpless, oppressed people are running around, lost direction.
It is difficult to understand who runs the country, the ruler or the exploiter?
Is this the golden Bengal, Mujib's Bangladesh?
Did you want this country, father?
Forgive us, for our inability.