মায়ার জালে বন্দি মোরা
এই পৃথিবীর তরে,
হেথায় মায়া হোথায় মায়া
মায়ায় আছে ভরে।
তাই তো এতো দুঃখ জ্বালা
হৃদয় জুড়ে আছে,
কাকে ছেড়ে কাকে রাখি
হারাই যদি পাছে।
তবু তো ভাই সুখ নাহি পাই
ব্যথা সদা বুকে,
সুখের খোঁজে ঘুরে আমি
মরছি ধুঁকে ধুঁকে।
সুখ সে তো এক সোনার হরিণ
দেখা নাহি মিলে,
সুখের পিছে যতোই ঘুরি
দুঃখ বাড়ে দিলে।
হে দয়াময় রহম করো
অধম বান্দা আমি,
আমার সকল দুখ্ ঘুচে দাও
তুমি আন্তর্যামী।