বলেছিলাম ভালোবাসো, বাসলে না তো।
বলেছিলাম কাছে আসো, আসলে না তো।
নতুন করে স্বপ্ন দেখো, দেখলে না তো।
রঙিন করে মনকে আঁকো, আঁকলে না তো।
জীবনটা যে অনেক দামি, বুঝলে না তো।
নতুন ভোরের সূর্যটাকে ডাকলে না তো।
নতুন করে ভুবনটাকে জানলে না তো।
আমার মনের খবর তুমি রাখলে না তো।
তোমার মনের দুয়ার তুমি খুললে না তো।
নতুন করে মনকে তোমার রাংলে না তো।
নীল নীলিমার হাওয়ায় তুমি উড়লে না তো।
আশার ভেলায় নতুন করে ভাসলে না তো।
শ্রাবণ ধারায় বৃষ্টি মাঝে ভিজলে না তো।
শরৎ বেলায় কাশের বনে ঘুরলে না তো।
হেমন্তের ঐ নীল আকাশ টা দেখলে না তো।
শিশির ভেজা দূর্বা ঘাসে হাঁটলে না তো।
বসন্তের-ই ফুলের বনে আসলে না তো।
আমার কোন কথাই তুমি মানলে না তো।