বলেছিলাম খবর নিও
খবর নিলে না,
আমার মেসেজ দেখেও যে
মেসেজ দিলে না।

কেন নিবে? কে বা আমি?
কি বা প্রয়োজন?
স্বার্থ ছাড়া এ ভূবনে
কে বা যাচে মন?

হায় রে মানুষ! শুধুই খোঁজে
স্বার্থ আগে তার,
স্বার্থ ছাড়া ভালোবাসা
হয় না এখন আর।

সেই তো ভালো একলা চলো
একলা করো গান,
কি হবে আর খবর নিয়ে
জুড়াবে কি প্রাণ?

আমিও ঠিক পাল্টে যাবো
রাখবো না আর খোঁজ,
বিরক্ত আর করবে না কেউ
তোমাকে রোজ রোজ।