তুমি কেন ডাকো মোরে এই অবেলায়?
আমি তো হারিয়ে গেছি জীবন খেলায়।
জীবন প্রদীপ মোর নিভু নিভু করে,
অতীতের ভালোবাসা গেছে দূরে সরে।
বিবর্ণ সবই আজ প্রেম ভালোবাসা,
তবু কেন অবেলায় আজ কাছে আসা?
কিসেরি মিনতি আজ কর তুমি মোরে?
কেন বা আসিলে তুমি আজি মোর দোরে?
আসিবে কি দিনগুলি কভু আর ফিরে?
হারানো সে ভালোবাসা আসিবে কি নীড়ে?
জানি আর আসিবে না হারানো সে দিন,
কালের গহ্বরে সে তো হয়েছে বিলীন।
তবে কেন অকারণে মোরে পিছু ডাকো?
শত কাঁদিলেও আর ফিরে পাবে নাকো।
বৃথা এ মিনতি আর করো নাকো মোরে,
ফিরে আর এসো নাকো কভু মোর দোরে।
কাঁটা দিয়ে তুমি আর বিঁধিও না বুক,
তোমার দুয়ারে আমি চাহি নাকো সুখ।
ক্ষমা করো তুমি মোরে আজি এ বেলায়,
আমি তো হারিয়ে গেছি জীবন খেলায়।