ভাসবে না আর তরী আমার
তোমার দিঘির জলে,
চাইবো না আর দেখতে তোমায়
নানা রকম ছলে।
মনের যত ইচ্ছে ছিল
দিলাম জলাঞ্জলি,
রঙিন রঙিন স্বপ্নগুলো
দিলাম আমি বলি।
আর কখনো দেখবে না কো
আমায় তোমার পথে,
এখন থেকে চলবো আমি
শুধুই নিজের রথে।
ভুলে যাব ছিলে কভু
আমার হৃদয় কোণে,
কি লাভ বলো এসব বলে
কে আমাকে শোনে?
তোমার হৃদয় মরুভূমি
পাথর দিয়ে ঢাকা,
ভালোবাসার রং তুলিতে
নেইকো স্বপ্ন আঁকা।
পাথর চাপা মরুতে তাই
ফুটেনা কোনো ফুল,
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
ছিল যে আমার ভুল।