এ কোন আবেশে মনের হরষে
মিলেছি হেথায় আজ,
কত দূর হতে এসেছি সকলে
ফেলে রেখে সব কাজ।
কত চেনা মুখ কত সুখ-দুখ
জড়িয়ে রয়েছে স্মৃতি,
আজিকে সে সব উঠিছে জাগিয়া
ভালোবাসা মাখা প্রীতি।
কত হাসি খেলা ছিল সারা বেলা
মান অভিমান কত,
কাটিয়েছি দিন কত যে রঙিন
হয়েছে সকলি গত।
আজি ক্ষণে ক্ষণে পড়িছে তা মনে
চোখ যায় জলে ভরে,
স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছি
ভুলিব কেমন করে?
আয় বুকে ধরি গলাগলি করি
পাই যদি তবে সুখ,
কিছুটা সময় কাটাই আজিকে
মিটাতে মনের দুখ।
বন্ধুর চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান,
বিপদে আপদে বন্ধুই থাকে
সদা নিবেদিত প্রাণ।