কাহার জন্য জেগে আছো তুমি
বলনা গো মোরে কন্যা?
তোমার জন্য নিদ নাহি মোর
চোখেতে জলের বন্যা।
একি বল তুমি বল ঠিক করে
সহিতে পারিনা যে আর,
আমার জন্য করিবে কি তুমি
তোমার জীবন টা পার?
কি যে চাও তবে বলনা গো মোরে
কি আছে তোমার মনেতে?
কি করিলে তবে কাটাবে জীবন
বাঁধিবে আমার সনেতে?
ওগো পূজারিণী ওগো মোর দেবী
আমার অঞ্জলি নাও,
তোমার যত না ভালোবাসা আছে
মোরে উজাড় করে দাও।
ভালোবাসা ছাড়া নাহি কিছু আর
দিতে পারি আমি তোমায়,
তার বিনিময়ে ভালোবাসা দাও
যাহা আছে সব আমায়।
এর চেয়ে দামি আছে কি গো আর
হিরা মনি সোনা পান্না,
ভালোবাসা যদি নাহি থাকে তবে
থামবে না কভু কান্না।
জাগো জাগো তুমি ওগো প্রণয়িনী
ঘুমিয়ে থেকো না গো আর,
তোমার জন্য জাগিয়া থাকিয়া
মোর রাত হয় যে পার।
এত সুখ আহা পাবে নাকো কভু
রত্ন কিম্বা হেমেতে,
ফুরানোর আগে লুটেপুটে নাও
যাহা আছে মোর প্রেমেতে।
ফিরায়ে দিও না পাবে নাকো আর
যবে যাবো আমি চলিয়া,
কাঁদিয়া কাঁদিয়া ঘুরিয়া ফিরিবে
লাভ হইবে না বলিয়া।
এমন পাষাণ কেমনে হইলে
কেমনে বাঁধিলে গো বুক?
আমারে কাঁদায়ে কাহারে হাসালে
পাইলে খুঁজিয়া কি সুখ?
মনের দুঃখ মনেতে বাঁধিয়া
ফিরে যাই আমি চলিয়া,
কোন দিন যদি ভালোবাসো মোরে
যাইয়ো আমায় বলিয়া।