শরতের এই রৌদ্র দিনে
সমুদ্রটা টানছে আজ,
কক্সবাজার যাচ্ছি আমি
তাইতো ফেলে সকল কাজ।
বন্ধুরা আজ কোথায় তোরা
আয় না ছুটে সাগর পাড়,
থাকিস না আর বন্দী হয়ে
এবার তোরা ঘরটা ছাড়।
ঘুরব মোরা সাগর পাড়ে
গলা ছেড়ে গাইব গান,
বেসুরো সব সুরের তালে
জুড়াবে যে সবার প্রাণ।
ইচ্ছে হলেই সবাই মিলে
সাগর জলে দিব ডুব,
ঢেউয়ের সাথে নৃত্য করে
মজাটা যে লাগবে খুব।
গল্প করে রাত কাটাবো
থাকবে নাকো চোখে ঘুম,
চাঁদের আলোয় হিমেল বাতাস
হঠাৎ করে বৃষ্টি ঝুম।
আয় না তোরা বন্ধুরা আজ
চল্ রে সবাই সাগর পাড়,
থাকিস না আর বদ্ধ ঘরে
বন্দী জীবন এবার ছাড়।