অবশেষে দুই যুগ পর
তোমার সঙ্গে আমার দেখা হলো।
তোমার পরনে ছিল নীল শাড়ি,
আর কপালে লাল টিপ।
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
মনে হচ্ছিল এই তো সেদিন,
দুজনে একসাথে কত সময় কাটালাম।
একদিন দেখা না হলে আমাদের চলতো না।
আর সেই আমরা কিভাবে কাটিয়ে দিলাম
চব্বিশটি বছর?
এখন তুমি অনেক ধীর স্থির,
আগের মত চঞ্চলতা আর নেই তোমার।
আমাকে দেখে তুমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলে।
তারপর বললে কেমন আছো?
আমি চমকে উঠে সম্বিত ফিরে পেলাম।
মাথা নেড়ে বললাম, ভালো।
জানতে চাইলাম তুমি কেমন আছো?
তুমি উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলে।
হয়তো তুমিও হারিয়ে গেলে অতীত স্মৃতিতে।
বললাম আজ আকাশটা অনেক সুন্দর তাই না?
তুমি আবার আমার দিকে তাকালে,
তোমার চোখ দুটো ছলছল করছিল।
বললাম চল বসি কোথাও।
বললে আমার স্বামী আসছে,
এখনি যেতে হবে, ভালো থেকো।
আমি তোমার পথ পানে চেয়ে রইলাম।
একটি দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো।
তারপর আবার চলতে শুরু করলাম।