অতি কষ্টে সরব কাঁন্নার নিরব জলটুকু আমার,
সুখের আগমন হাসির প্রাচুর্যতা সকলের তরে সবার।
নির্ঘুম রাত্রির ক্ষন গোনা চোখ পাঁজর বিদ্ধ ব্যথা আমার,
সকালের সোনা রোদে হাসির ঝিলিক সকলের তরে সবার।
অপমান, নিচুতা ভুল,হাহাকার অতৃপ্তি সব আমার,
উঁচু সম্মাননা, ফুলের তোড়া সকলের তরে সবার।
সুখের সন্ধানী চোখ স্বার্থপর, অভিশাপ, অবাধ্যতা আমার,
নিরবে সব মেনে নিয়ে জ্বলা সব,সবার তরে সবার।
জীবন,জীবন বোধ, বিবেক বিবেচনা সব আমার,
স্বাধীনতা ইচ্ছা,কামনা বাসনার সব,সবার তরে সবার।
আমার আমিত্য আর আমার বলে চিৎকার শুধু আমার,
আসলে ভালোবাসার আড়ালে আমরা প্রত্যেকেই অন্যের সুখ আহার।