নয়নের কোণে জমে আছে বিন্দু বিন্দু জল
হয়ত বইবে না পাহাড়ি ঢল
ঝড়বে না অঝড় ধারার বৃষ্টি
দেখবে না কেউ আমার কান্না
তবুও হৃদয়ে বয়ে যাবে সীমাহীন বন্যা
সোনালী বিকেলগুলো হারিয়ে যাবে কালো মেঘের আঁধারে
মৃদু বাতাস শু শু করে কেঁদে উঠবে
কাশফুল গুলো মাথা নেড়ে বিদায় জানাবে
কালবৈশাখী ঝড় এসে গুড়িয়ে দিবে নড়বড়ে এই মনটা
পড়ে রবে শুধু ছোট মনের বিশাল স্বপ্নটা
নিভে যাবে হৃদয়ের প্রদীপ
আর শোনা যাবে না সেই আর্তনাদ
তলিয়ে যাব সাগরের অতল গহ্বরে
হারিয়ে যাব চিরতরে, চিরতরে
একদিন সবাই ভুলে যাবে কাহিনীটা
কিন্তু আমায় সর্বত্র খুজে বেড়াবে অতৃপ্ত সেই মনটা