রাতটা কতো নিরব, তাই না?
চল গ্রামের ঐ মেঠো পথ ধরে হেটে যাই অচিনপুরে,
যাবে?
তাহলে হাতটা বাড়াও
ধর আমার হাত
কি লজ্জা পাচ্ছ?
দেখ চাঁদ ও লজ্জায় মেঘের আড়ালে লুকাল
ধর না হাতটা
শুনতে পাচ্ছ? বাতাস ও বলছে হাত ধরতে
একটা গান শোনাবে?
ও তুমি তো ভাল নাচতে পার, তাই না?
তাহলে নাচো না একটু
কি নাচবে না?
আরে লজ্জা কিসের?
দেখ, ঐ চাঁদ, তারা সবাই তোমার অপেক্ষায়
নাচো না