যদি কখনো কান্না পায়,
ডেকো আমায়,
মেঘ হয়ে আসব তোমার আকাশে।
বৃষ্টি হয়ে কাঁদব তোমার সাথে।
ভিজিয়ে দেব তোমার অশ্রুসিক্ত চোখজোড়া,
কেউ দেখতে পাবে না তোমার কান্না।
কাঁদতে কাঁদতে যখন তুমি হাপিয়ে উঠবে ,
বিজলীর আলোয় আলোকিত করে দিব তোমার অন্ধকারাচ্ছন্ন মুখ,
আকাশের এক কোনায় সাত রঙের রংধনু একে দেব,
হাসি ফুটবে তোমার মুখে,
তোমার হাসি যে আমাকেও হাসাবে।
হাসতে হাসতে বিদায় নিব তোমার থেকে
হারিয়ে যাব অজানার খোঁজে
আবার আসব ফিরে
যদি কখনো তোমার কান্না পায়।