ইচ্ছে ছিল
কোন এক কাক ডাকা ভোরে তোমার ঘুম ভাঙাব।
ইচ্ছে ছিল
কোন এক শীতের শুভ্র সকালকে তোমার সাথে আপন করে নিব।
ইচ্ছে ছিল
কুয়াশার চাঁদর ভেদ করে তোমার হাত ধরে হাঁটব,
হারিয়ে যাব অচিনপুরে।
ইচ্ছে ছিল
শিশির ভেজা একটা বুনো ফুল তোমার খোপায় পড়িয়ে দিব।
ইচ্ছে ছিল
নদীর ধারে বসে তোমার সাথে সূর্যোদয় দেখব।
ইচ্ছে ছিল
কোন এক শীতের সকালে তোমার সাথে বসে রোদ পোহাব।
ইচ্ছে ছিল
তোমার সাথে বৃষ্টিতে ভিজবো।
ইচ্ছে ছিল
তোমায় নিয়ে ডিঙি নৌকায় চড়ব।
ইচ্ছে ছিল
কোন এক তপ্ত দুপুরে তুমি, আমি আর খুকি পুকুরে সাঁতার কাটব।
ওহ, তুমি তো সাঁতার পার না,
তাতে কি? তোমাকে আর খুকি কে না হয় একসাথেই সাঁতার শিখাব।
ইচ্ছে ছিল
তোমাকে নিয়ে ঐ বিলের ধাঁরে পদ্ম কুড়াব।
ইচ্ছে ছিল
তোমার সাথে সমুদ্র স্নানে যাব।
ইচ্ছে ছিল
কোন এক বিকালে বাড়ির সামনের ঐ বাগানটায় বসে তুমি, আমি আর খুকি আড্ডা দিব।
বেশ জমবে আড্ডাটা,
খুকি বারবার তোমার কাছে জীবনের গল্প শুনতে চাইবে,
আর তুমি আমাকে দেখিয়ে বলবে, বাবার কাছে শোন।
ইচ্ছে ছিল
কোন এক গৌধুলি বেলায় তোমায় নিয়ে রিকশা করে ঘুরে বেড়াব।
তুমি নীল শাড়ি, আর আমি নীল পাঞ্জাবী।
নীলে নীলে হারিয়ে যাব নীল পরীর দেশে।
ইচ্ছে ছিল
কোন এক রাতে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্নার আলোয় সিক্ত হব,
তোমার পিঠে পিঠ ঠেকিয়ে গান শুনব, গল্প শুনব,
গল্প শুনতে শুনতে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ব।
আরে ধুর...
কি পাগলের মত প্রলাপ বকছি আমি!
কেন বারবার বলছি ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল
ইচ্ছে গুলো তো আমার হারিয়ে যায়নি,
এখনো আছে সেই আগের মতই, চিরসবুজ...
থাকবে চিরকাল।
একদিন কোন এক ব্যস্ত রাস্তায় বিশাল কোন এক গাড়ির নিচে
চাপা পড়বে আমার সব ইচ্ছা।
তখন আর কেউ বলবে না,
ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল...