কতকাল এখানে ঠায় দাড়িয়ে আছি, কতকাল!
গ্রীষ্ম আসে,
রোদে পুড়ায়, কালবৈশাখীতে নুইয়ে দেয়।
যাবার বেলায় কানে কানে বলে যায়,
এভাবেই বাঁচতে হয়।
বর্ষা আসে,
বৃষ্টিতে ভেজায়, বন্যায় ডুবিয়ে দেয়।
একসময় সেও চলে যায়।
বলে যায় - এইত জীবন।
শরত আসে,
সাদা মেঘের খেলা দেখায়, কাশফুল দোল খায়।
দুঃখ ভুলে হাসতে শেখায়,
অতঃপর আরেকটি বিদায়।
হেমন্ত আসে,
ক্লান্ত কৃষক হেলান দেয় আমার গায়,
ঘুমায় আমারই ছায়ায়।
যাবার সময় মৃদু হেসে বলে পরোপকারই তো ধর্ম।
শীত আসে,
কুয়াশার চাদর গায় জড়িয়ে,
আমায় নিঃস্ব করে দিয়ে যায়।
বলে যায় সুন্দর আগামীর প্রত্যাশায়
বসন্ত আসে,
ফুলে ফুলে সাজিয়ে তোলে আমায়,
কোকিল এসে বসে আমার ডালে,
গান শোনায়, মিষ্টি মধুর কথা বলে,
খুব আপন মনে হয়।
বাসা বাঁধে আমার গায়,
প্রতিদিন কথা হয়,
নতুন সব স্বপ্নের জন্ম হয়।
আমাকে গান গাইতে শেখায়,
বাতাসের তালে তালে নাচতে শেখায়,
সারাটি জীবন পাশে থাকার স্বপ্ন দেখায়,
সব ভুলে কোকিলকে আপন করে নেই,
ভালবাসতে শুরু করি,
প্রতিদিন হাজারো স্বপ্ন বুনি।
একদিন বসন্ত বলে আমার যে যাবার সময় হয়ে গেল,
আশীর্বাদ করি সুখে কাটুক তোমার বাকিটা জীবন।
বসন্ত চলে যায়!
বসন্তের সাথে সাথে কোকিলও যেন হারিয়ে যায়,
একদিন এসে বলে- তুমি বড্ড পানসে,
ঠিক জমছে না তোমার সাথে,
আমি যাচ্ছি নতুন ঠিকানার খোঁজে,
সুখে থেকো তুমি।
কোকিলও চলে যায়!
সবাই আসে যায়,
কাঁদায়, হাসায়, ভালবাসায়
আর আমি আজো ঠায় দাড়িয়ে,
তোমার অপেক্ষায়...