রাত প্রহর গুনছে ভোরের অপেক্ষায়,
হ্যাঁ, ভোর আসবে।
রাত তা জানে।
সে যে বসে আছে ভোরের আলিঙ্গনের অপেক্ষায়,
কিন্তু ভোর???
ভোর যে নিমিষেই তাকে ঠেলে দিবে অতল গহ্বরে,
হ্যাঁ, রাত তাও জানে।
তবুও রাত ভোরের অপেক্ষা করে,
যদি ভুলক্রমেও কোন দিন ভোর এসে তাকে আলিঙ্গন করে।
এভাবেই রাত দিনের পর দিন, বছরের পর বছর ভোরের অপেক্ষায় থাকে।
তার বিশ্বাস একদিন ভোর ঠিকই তাকে আলিঙ্গন করতে আসবে।
হ্যাঁ, সত্যিই আসবে, আসবেই।