চলে যেতে চাইবে যখন তবে কেন এলে
আমার অন্ধকার ভূবনে হঠাৎ আলোর বর্তনী হয়ে
তোমার আগমনে আমার ভূবন সূর্যের আলোর ন্যায় ঝিলমিল করত
তোমার কন্ঠের সুর মূর্চ্ছনায় বিভোর হয়ে আমার সময় যেত কেটে
এত দ্রুত যে বেলা গড়িয়ে যাবে তা বুঝতে পেরে উঠার আগেই না
চাইনা তোমার চলে যাওয়া, ভাবতে পার আমাকে যতকিছু না আমি তা মানব না!!
তোমাকে ছাড়া আমার চলবেই না!
তুমি আমার রাতের আকশে রূপালী চাঁদ
তোমারই কল্পনায় পাড় হতো মোর বিনিদ্র রাত্রি গুলো
কত স্বপ্নের জাল বুনে কেটেছে মোর সুখের রাত্রি গুলো
আমার ভালবাসার আকাশের নক্ষত্রগুলো এক একটি স্বপ্ন
যা সবাই তোমাকে নিয়ে কল্পনার গড়া এক একটি দিন
আহ কতই না সুখী ছিলাম আমি
এ ভাবেই চলে যেত আমার প্রেমময় দিন রাত্রি
তোমার নাম যপ করে কখনো আসেনি মোর ক্লান্তি
প্রেমময় সূর্যের ঝিলমিল আলো রূপালী চাঁদ আর উজ্বল নক্ষত্র
কখনো ভাবতে পারিনি এ গুলো সব নিভে যাবে ক্রমশ অন্ধকারে
কেন এমন হয় বলতে কি পার? নাকি ভ্যাগ্যের লিখণ?
চাওয়া পাওয়া ছিল কি মোর অতি, বল একটি বার?
তুমি বলেছ ভূলে যেতে তোমায়!হুম অনেক চেষ্ঠা করেছি
কিন্তু না গো পরিনা তোমায় ভূলে যেতে একটি বারও
আমার ভাবনার আকাশ জুড়ে শুধু তোমারই প্রতিছবি খুঁজে পাই
এ দুচোখ শুধু তোমারই ছায়া অনুসরণ করে বেড়ায়,
জাগ্রত দু নয়ন প্রতিক্ষণ তোমাকেই খুঁজে বেড়ায়
তোমার বন্দনায় বিভোর হয়ে কাটাব বাকী জীবন
চলে যাবে যাও বাধা দেবোনা একটি বারও
কস্ট শুধু তোমার হতে পারলাম না এ জীবনে একটি বার
ভাল থেকো তুমি!
ক্ষমা কর আমায়,
তোমায় ভূলে যেতে না পারায় .........