হাজার মাইল ব্যবধানে দুটি মানব প্রাণ,
বেধেছে আজ অনুভবের ভালবাসা,
হৃদয় জুড়ে প্রত্যাশার ঢেউ,
এমন অবাক প্রেম তোমরা দেখেছো কি কেউ,
কি মুগ্ধতায় মোরে পাগল করেছ,
চোঁখের তাঁরায় স্বপ্ন জাগিয়ে কল্পনার ঢেউ তুলেছ,
বৃষ্টি হয়ে হৃদয়ে ছড়িয়ে আছ,
তুমি মোরে সত্যিই ভালবেসেছ?
ভালবাসার পরশে মোরে করেছ ঋণী,
তাই তো এ হৃদয় জুড়ে রয়েছ তুমি,
দিন রাত্রি তোমারই কল্পনা করি,
দোহাই ওহে মোর রানী একটু চোখ মেলে দেখ আমি যে তোমারই
অপরূপ তুমি, ভূবনজয়ী মোর রানী,
তোমার জন্য দিতে পারি এ জীবন কোরবানী,
তবুও যদি ভালবাস মোরে,
চির সুখী হব তোমাকে নিয়ে,
তোমার মায়ায় মোরে করেছ বধ,
দিনরাত্রি তোমারই কলল্পনায় বিভোর মোর অন্তর, দু’চোখে তোমার প্রতিছবি ভাসে,
ছায়ার মতন আছো মোর পাশে সর্বক্ষণ,
এ হৃদয় জুড়ে তুমি কেন বাধণা ঘর, আমি তোমার এতই পর! আছ তুমি মোর হৃদয়ের রানী হয়ে, ভালবাসার আবীর ছড়ায় আমার কল্পনার আকাশে, তোমার চোখের সমুদ্রের অতল গভীরে ডুবে যেতে চাই আমি, যদি না বাড়াও তোমার প্রেমময় দু হাত? তবুও যেন না বল ভূলে যেতে তোমায়? বলতে শুধু চাই ভালবাসি তোমায় ...........
তিলোত্তমা তুমি, অপরূপা তুমি,
তুমি যে আমারই, তোমার চেয়েও রূপসী হায় এ জগৎতে আছে কি কেউ?
তোমায় ভালবেশে আজ আমার চেয়ে সুখী আছে কি কেউ?
দোহাই ওগো মোর রানী একটি বার ভালবাস মোরে, তৃপ্ত কর মোরে তোমার প্রেম সুধায়,
আমি যে চির তৃষ্ণার্ত তোমারই প্রেম বাসনার,
দয়া কর মন উজাড় করে দাও ঢেলে তোমার প্রেম, তোমার প্রেম সাগরে কাঁটব সাতাঁর আমি নিত্য দিন ...
একটু সাড়া দাও না তুমি?
হৃদয় ছুঁয়ে দাও না তুমি?
তোমার শীতল পড়শের প্রতিক্ষায় আমি! তু
মি কেন দূর আকাশের তাঁরা?
এ ভাবেই তুমি থাকবে কি চির কাল অধরা?