বুকের চিনচিনে ব্যথাটা হঠাৎ লাফিয়ে বেড়ে উঠেছে
মাসের অর্ধার্ধি আবার আগামী মাসে রমজান
হাতেও পয়সাকড়ি নেই যে ডাক্তার দেখাবো
দেশের বাড়িতে বৃদ্ধ বাবা অসুস্থ
মেয়ের টিউশন ফি, রোজার বাজার
আমি নাহয় তারুণ্যের যৌবনের উদ্দামতায় এইভাবেই কাটিয়ে দিলাম!
যাঁরা আমার দিকে একমাস তাকিয়ে থাকে
টাকা পাঠালে বাবার ঔষধ কিনবে
মেয়ের টিউশন ফি দিবে
রোজার বাজার করবে
তাদেরকে তো আমি আহত, আশাহত করতে পারিনা।
তারা তাদের স্বপ্নগুলো একটি বাক্সে জমা রাখে পূরনের আশা
স্বপ্ন দেখার দায়িত্ব তাদের
আর পূরণ করার দায়িত্ব আমার
তাই ওঁরা নির্ভয়ে স্বপ্ন দেখে!
ওঁরা জানে বাবা-রা কখনো মিথ্যে স্বপ্ন দেখায়না।
আমার মনেহয় শুধু আমি একা নই
আমার মতো হাজারো প্রবাসী দারিদ্র্যতার কাছে পরাজয় মেনে
নিজেকে অবহেলা করে পরিবারকে ভালো রাখতে চায়
ছোটছোট স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে
পেছনে তাকিয়ে দেখার আর সময় হয়নি একজন প্রবাসীর
কখন ঝরে গিয়েছে যৌবনের অফুটন্ত ফুল
ওঁরা লাগামহীন ঘোড়ার মতো ছুটছে -
বিরামহীন ঘড়ির কাঁটার মতো চলছে।