একমাত্র তোমার চোখের লোনা জল
আমার হৃদয়ের প্রতিটি স্তর স্পর্শ করে সহজেই
এই হৃদয় কেবল তোমার তরে কুরবান হতে পারে
তোমাকেই শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে জানে
মাঝেমধ্যে জীবনের হিসাবটা মিলাতে বসি ---
গোধূলির পর থেকে কাক ডাকা স্নিগ্ধ ভোর পর্যন্ত
কয়েক প্যাকেট গোল্ডলিফ সিগারেট শেষ হ'য়ে ---
পিথাগোরাসের গানিতিক সুত্র অকেজো হয়ে যায়।
গভীর রাতে আকাশ পানে তাকিয়ে যখন ভাবি
কি পেলাম এই জীবনে, কি হারালাম জীবন থেকে
আর কি অবশিষ্ট আছে জীবনের অন্তীম সায়াহ্নে
যোগ-বিয়োগ, শুণ-ভাগের ফলাফলে গড়মিল পাই।
জীবনের ধাপগুলোতে কখনো মুরগের মতো বাঁকিয়ে চলেছি
আবার কখনো ডিমে ওম দেয়া মুরগির মতো ঝিমিয়েছি
হিসাব মিলাতে পারছি না কি হারিয়ে, কি পেয়েছি
কিসের মোহে আজ-ও জীবিত রয়েছি।
একমাত্র তোমার ডাহুকীর মতো চোখের অশ্রুধারা
ভাঙতে পারে মম হৃদয়ের শক্ত বাঁধ
তোমার চোখের জল ছাড়া বাকিসব দাঁড়কাক
হৃদয়ে নামিয়ে দেয় ঢল-তোমার চোখের জল।
আমি এখন রাস্তার পাগলীটার মতো ---
যে কিনা আঘাত পেয়ে আজ ভবঘুরে-পাগলী--
বিরহের গান গেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় --
জীবনানন্দের কবিতার পঙক্তি ব'লে বেড়ায়।
২৬/১০/২০২২ইং, সৌদি আরব