তুমি চিরকুটে লিখেছিলে
নিজের ভাগ্যের প্রতি তোমার নভোমণ্ডল সম অভিযোগ
মুক্তি পেতে চাও তুমি কষ্টের দাসত্ব থেকে
জীবনানন্দে ঘুরতে-উড়তে চাও মুক্ত বিহঙ্গে।
অশুভ এক শক্তির বিরুদ্ধে তুমি লড়তে গিয়ে হাঁপিয়ে গিয়েছো
অভিযোগের পাহাড় বুকের অলিন্দে চেপে --
দীর্ঘশ্বাসে ভারী করছো ব্যোমমণ্ডল।
আমাকে ভালোবাসতে গিয়ে তুমি ভুলে গিয়েছো
কিভাবে নিজের জীবনকে ভালোবাসতে হয় ---
কিভাবে যত্ন নিতে হয় নিটোল বুক, হরিণীর চোখ এবং ডালিমের মতো গালের।
আমি পৃথ্বী সম যম যাতনা নিয়ে এসেছিলাম তোমার জীবনে
আশা, স্বপ্নগুলো শিমুল তুলোর মতো উড়ে ভুবনে।
তুমি চিরকুটে লিখেছিলে -
দুষ্টামীর ছলে গিয়েছো ব'লে
হৃদয়ের গহীনে লুকানো কথা
ছিঁড়েছে অন্তর, নইকো আমি যন্তর
রক্তাক্ত আজ অভাগীর হৃদয়ের প্রান্তর।
আমি কচুকাটা করে ছিলাম তোমার ভিতর এবং বাহির
অবহেলার চাদরে ঢেকে দিয়েছিলাম তোমায় --
এক নভোমণ্ডল সম অভিযোগ নিয়ে চোখের জলে মালা গাঁথছো।
১৫/০৮/২০২২ সৌদি আরব