তুমি আমার হৃদাকাশে এক টুকরো চাঁদ
তোমার হাসিতে মম হৃদয়ে হয় সুপ্রভাত।
তোমার মুখের মালিন্যতা ঝড় উঠে হৃদয়ে
হিম্মত হারিয়ে ফেলি সুখের নীড় বাঁধতে।
আমার হৃদয় উপত্যকায় তুমি এক টুকরো মেঘ
হিমেল হাওয়ায় সতেজতা ফিরে পায় মম হৃদয়।
তোমার ভালোবাসা মম হৃদয় ঘাস জন্মায়
কুয়াশা ভেজা ঘাসে তুমি চলো খালি পা'য়।
মম হৃদয় এক বিশাল বিস্তৃত সমুদ্র
বাঁকা ঠোঁটের মিষ্টি হাসিতে সমুদ্র সফেন হয়।
মম হৃদয় তোমার আলয়, তুমি বসত করো সর্বক্ষণ
হৃদয়ের আড়াল হইয়ো না'ক কভু, হৃদয় হবে যে মরু।