হে বিশ্ববাসী শেখো সহানুভূতি, সম্প্রীতি, মানবতা
শেখো সমবেদনা, সৌজন্য,অনুগ্রহ,পরোপকারিতা
বিশ্বের মোটিভেশান গনিম-আল-মুফতাহ্ থেকে।
মুফতার মা'কে পরীক্ষা করে বলেছিলেন ডাক্তার
আপনার সন্তান পঙ্গু হবে, করে ফেলুন গর্ভপাত
এমন সন্তান পৃথিবীর অভিশাপ-অভিসম্পাত।
মুফতার পিতা কহিলো হেঁসে এ পাপ মহাপাপ
স্রষ্টার সিদ্ধান্ত নিয়েছি মাথা পেতে
আসুক, আলোর মুখ দ্যাখুক আমার এ সন্তান।
আমি হবো তার বাম পা, তার মা হবে ডান পা
আমাদের পায়ে হেঁটে দ্যাখবে সে পৃথিবী
বাঁধাবিঘ্নতা মাড়িয়ে, যাবে সে এগিয়ে।
অপদস্ত, অপমান, অবহেলা পায়নি মুফতা কম
লক্ষ্য থেকে যায়নি ছিটকে, রেখেছিলো আঁকড়ে
সফলতা আজ গড়াগড়ি খায় মুফতার অলৌকিক পায়ে।
জন্ম নিয়ে ছিলো যাঁর অনিশ্চয়তা
পৃথিবীর দ্বারে পৌঁছে দিচ্ছে সে মানবতার বার্তা
রুখতে পারেনি কলুষিত সমাজ,রুখতে পারেনি পঙ্গুত্ব।
গর্বে ভরে যায় বুক, কেটে যায় সুখের অসুখ
তুমি অহংকার বিশ্বের, তুমি অহংকার মুসলিমের
তুমি অহংকার হাজারো পঙ্গু শিশু,কিশোর, বৃদ্ধার।
২৪/১১/২০২২ইং, সৌদি আরব