আমরা বাঙালী হুজুগে বাঙালী
কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানো বাঙালী
তোমার সমকক্ষ হওয়ার মতো মানুষ এখনো জন্মায়নি
একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গকিলোমিটার জুড়ে।
আমরা বাঙালী ---
চায়ের দোকানে বসে খুব জমিয়ে নিন্দার ঝড় তুলতে পারি
তলায় হাত দিয়ে দ্যাখিনি তুমি কোথায় আর আমরা কোথায়।
তুমি তারুণ্যের অহঙ্কার, অহঙ্কার এই বাংলার
বিশ্বের বুকে তুমি নিজের সাথে বাংলাদেশের নাম খুদাই করে লিখিয়েছো।
পৃথিবীর শেষপ্রান্ত থেকে বাংলার আকাশে --
যে একটি উজ্জ্বল নক্ষত্র আলো ছড়াতে দ্যাখা যায়
সেটি তুমি, একমাত্র তুমি ---
তোমার সমকক্ষ হ'য়ে আলো ছড়ানোর স্পর্ধা ---
ভীতু, তৈলমর্দনকারী বাঙ্গালীদের কারোর নেই।
তারা আর কিচ্ছু না পারুক, আর কিচ্ছু না শিখুক
পরনিন্দাটা খুব ভালো করে রপ্ত করেছে ---
তোমাকে নিয়ে দৈনিক কয়েকবার টানাহেঁচড়া না -
করলে সমালোচকদের পেটের ভাত হজম হয়না
গর্ভবতী নারীর পেটে সন্তান যেমন সজোরে লাথি মারে ---
ভাত গুলো তাদের পেটে তদ্রূপ লাথি মারে।
বিশ্বের মানুষকে রবীন্দ্রনাথ চিনিয়েছে ওপারের বাংলা
আর তুমি চিনিয়েছো এপারের বাংলাকে ---
বাংলার মানুষ চিনতে পারেনি তোমাকে --
ধারণ করতে পারেনি হৃদয়ে।
বাঙালীদের হৃদয় আর মস্তিষ্ক নর্দমার আবর্জনার মতো
ভালো কিচ্ছু চিনতে পারেনি -- কদর করতে শিখেনি।
তুমি বাংলার রাজনৈতিক ক্ষমতার বলির পাঁঠা হ'য়েছো
যখন নোংরা রাজনীতির মেরুদণ্ড ভেঙে মুখ থুবড়ে পড়বে
তুমি ফিরে পাবে তোমার সম্মান, গৌরব, জৌলুশ
বাঙালী জাতী বুক উঁচিয়ে বলবে --
তুমি শুধু বাংলার ড.মুহাম্মদ ইউনূস নও
তুমি শুধু বাংলার অহঙ্কার নও --
তুমি সারাবিশ্বের ইউনূস, সারাবিশ্বের অহঙ্কার।
০২/০৭/২০২২ সৌদি আরব