মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
এমন বন্ধু পেলে কে নাহয় ধন্য।
বন্ধুর ডাকে বন্ধু আসে, গা ঘেঁষে বসে পাশে
এমন বন্ধু সর্বময় থাকে যেন বন্ধুর শ্বাসে।
এক বন্ধুর ডাকে পয়তাল্লিশ বন্ধু পড়েছে ঝাপিয়ে
এমন বন্ধু পাশে থাকলে বিশ্ব বেড়াবো দাপিয়ে।
প্রমাণ করে দিলে --
দ্যাখিয়ে দিলে আগত-অনাগত প্রজন্মকে
মানবতা মরেনি, খসে পড়েনি হৃদাকাশ থেকে
জিওলমাছের মতো জিইয়ে রেখেছো অন্তরে।
আবার যদি আসি ফিরে - রেখো বন্ধু তোমাদের ভীড়ে
কাটতে দিও না হৃদয় উইপোকা কিংবা কীড়ে।
জাগিয়ে তুললে ভূলুণ্ঠিত মানবতা, জাগিয়ে তুললে ধুসর আশা
তোমাদের মতো বন্ধু হতে পারে না কারোর সর্বনাশা।
জীবন জীবিকার তাগিদে, যদিও থাকি বহুদূরে
আছো বন্ধু হৃদয়ে, পথ চলি নির্ভয়ে।
বন্ধু, তোমরা মানবতার যে বীচ বপন করলে --
একদিন বটবৃক্ষের মতো ডালপালা ছড়াবে
তোমাদের হাত ধরে-ই বিশ্বের ভূলুণ্ঠিত মানবতা প্রতিষ্ঠিত হবে
জেগে উঠবে একদিন ধর্ষিত, রক্তাক্ত, নগ্ন, অবহেলিত মানবতা।
বন্ধু, তোমরা পিতার উত্তুঙ্গ সন্তান
শিক্ষকের গর্বিত ছাত্র,আমার আড়ম্বরশালী বন্ধু।


১৩/০৮/২০২২ সৌদি আরব