ক্লিষ্ট হৃদয়ে সৃষ্ট নহর
এতোটা বছর গুনছে ব্যথার প্রহর
আসবে আসবে ব'লে এলেনা তুমি
কাহার ললাটে দেবো উষ্ণ চুমি।
ভালোবাসার ছলাকলা, নিষ্ঠুরতার চপেটাঘাত
শিখলে তুমি এ ক্যামন ধারাপাত?
বরফের পাহাড় গলে সাগরে দেয় ঝাপ -
এখনো তোমার চোখে ভাসে প্রতারণার ছাপ।
কুয়াশায় ভিজে মৃত্তিকার চাদর -
তুমি না এলে কে করবে গো মোরে আদর?
ঘুম আসেনা মোর নিশীথ রাতে -
দেহ স্পর্শ পেতে চায় রাতের-অ প্রাতে।
শরতের মেঘলা আকাশ দ্যাখে
মাঝেমধ্যে মোর মন যে যায় বেঁকে
এসো তুমি হলদে পাখির হলুদ রং মেখে
বৃষ্টিতে ভিজবো, গড়াগড়ি খাবো প্যাকে।
আসি ব'লে গেলে চলে আসলে না আর ফিরে
প্রতিদিন খুঁজি তোমায় সহস্র ললনার ভীড়ে
মস্তিষ্কে ধরেছে আমার তুমি নামের কীড়ে
কতো কিচ্ছু ভাবি আমি একলা একা নীড়ে।
১২/০৯/২০২২ইং, সৌদি আরব