হঠাৎ একদিন হারিয়ে গেলে -
কেউ কি আমাকে খুঁজবে?
স্কুলের বারান্দায়, ইউনুস কিংবা বাচ্চুর দোকানে।
যাঁদের সাথে আমি খেলেছিলাম -
পড়েছিলাম, প্রথম বেঞ্চে বসা নিয়ে কাড়াকাড়ি করেছিলাম -
তারা কেউ কি আমাকে খুঁজবে?
কোন আয়োজন ছাড়াই হঠাৎ একদিন নীরবে চলে যাবো
এতোটাই দূরে যাবো, এতোটাই দূরে -
আর কক্ষনো ফিরে আসবো না, কক্ষনো না।
হঠাৎ একদিন হারিয়ে গেলে -
কেউ কি আমাকে খুঁজবে?
সিনাই নদীর তীরে, আলগা মুড়া কিংবা -
হেমন্তের ফসল কাটা মাঠে।
চলে যাবো, সত্যি একদিন ফাঁকি দেবো
হারিয়ে যাবো -- লুকিয়ে যাবো এক টুকরো মেঘে।
কখনো ঝরে পড়বো শুভ্র কাশফুলের পাপড়িতে
তোমার শাড়ির আঁচলে --- দীঘল কালো চুলে।
কেউ কি আমাকে খুঁজবে?
শাহআলমের চায়ের দোকান, সুপার মার্কেট --
কিংবা রেল স্টেশনের কফি হাউজে।
হঠাৎ একদিন হারিয়ে গেলে -
কেউ কি আমাকে খুঁজবে?
লাইব্রেরির বইয়ের তাকে কিংবা কবিতার ভিতর।