সবাই সবাইকে দাবি করছে মানুষ ব'লে
প্রশ্ন জাগছে মোর হৃদয়ের ঈশান কোনে।
সবাই যদি মানুষ হয় ধর্ষণ করছে কারা?
এমন প্রশ্নের উত্তর জান্তে আমি অধম পাগলপারা।
যাদের হাতে যাচ্ছে মারা অসংখ্য প্রাণচঁচল্য
মারছে যাঁরা কারা ওরা জান্তে চাচ্ছে মম মর্ম
মানুষ মারা-ই কি হলো ওঁদের প্রকৃত ধর্ম
ওঁরা কারা যাঁরা করছে বাকস্বাধীনতা খর্ব?
কারা মেশাচ্ছে খাদ্যে ভেজাল
অযথা পাড়ছে কারা প্যাঁচাল?
দূর্ণীতিতে করছে কারা হ্যাটট্রিক
এমবিবিএস লিখেন কারা ফেল করা ম্যাট্টিক?
স্বাদে ভরপুর প্রেয়সীর হাতে বানানো টক-ঝাল - মিষ্টি আচার
ওঁরা কারা দেশের টাকা যাঁরা করছে পাচার?
বুলিয়ে বালিয়ে টাকা হাতিয়ে পাচার করেন আদম
মানুষ না ওঁরা, মানুষ না ওঁরা, ওঁরা হচ্ছে নরাধম।
সবাই সবাইকে দাবি করছে মানুষ ব'লে
তবে ওঁরা কারা যাঁরা ডুবিয়ে মারছে জলে
পুড়িয়ে মারছে স্থলে,চাপ দিয়ে মারছে ট্রিগারের কলে
অবৈধ সম্পর্কের নিষ্পাপ সন্তান ছুঁড়ে ফেলে মলে।
ওঁরা কারা যাঁরা স্বামীকে বেঁধে স্ত্রীকে -
বাবাকে বেঁধে কন্যাকে,ভাইকে বেঁধে বোনকে করে ধর্ষণ?
প্রকাশ্যে করে বেশ্যার বিরুদ্ধাচারণ, গোপনে শয্যাসহচর
ওঁরা কারা জান্তে চাচ্ছে মোর সমাদর।
✑ মিটু সর্দার
০৫/০৯/২০২২ সৌদি আরব