জীবন থেকে তাড়িয়ে দিতে পেরেছিলে
মন থেকে কি তাড়াতে পেরেছো আজো?
আজ তোমাকে স্পর্শ করা, চোখে চোখ রাখা
ঠোঁটের 'পর ঠোঁট রেখে ছোঁয়া দেয়া বারণ।
বৃষ্টির ফোটা জলকে ছুঁয়ে দিয়ে হারিয়ে গেলেও -
অথৈজলের কোন কলঙ্ক হয়না
আমি যদি তোমাকে একটু ছোঁয়ে দিই তাহলে-
পুরো সমাজে তোমার কলঙ্ক হবে, বদনাম রটবে।
আমি তোমাকে ভালোবেসে মজনু হতে পারিনি
পাড়ি দিতে পারিনি দীর্ঘপথ তোমাকে নিয়ে।
তোমার কথা মনে হলে হৃদয়ে ঝড় উঠে -
পাঁজর গুলো দুমড়ে মুচড়ে জড়ো হ'য়ে আসে।
তোমাকে সঙ্গে নিয়ে কাটিয়ে ছিলাম যতোদিন
হৃদাকাশে সুখের একফালি চাঁদ ছিলো ততদিন।
আজ জানতে খুব ইচ্ছে করে -
জীবন থেকে দূরে সরিয়ে ভুলতে পেরেছো কি
এই ভবঘুরে বাউন্ডেলে নষ্ট মানুষটি-কে?
হৃদয়ের বেলকনিতে ইজি চেয়ারে বসে-
তোমার স্মৃতিগুলো গরম চায়ের কাপে চুমুক দিয়ে
কড়া নাড়ে তোমার সুখের কথা জানাতে।
আমার হৃদয় আজ হিরোশিমার শিশুদের মতো বিকলাঙ্গ
চেঙ্গিস খানের পুড়িয়ে দেয়া ভূমির মতো-
তপ্ত রোদে খা-খা করা বিস্তৃত মরুভূমির মতো।
তোমার কি ইচ্ছে হয় হাতের একটু স্পর্শ পেতে?
ঠোঁটের 'পর ঠোঁট রেখে চোখের ভাষায় কিছু বলতে?
যদি তোমার হৃদয়ে কলঙ্কের ভয় না থাকে -
বদনামের শঙ্কা মস্তিষ্ক'কে শকুনির মতো না খায়
তাহলে আসছে বসন্তে তুমি এসো নীলাম্বরী হ'য়ে
যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল
কথা হয়েছিল চোখের ইশারায়।
২৭/০৫/২০২২ সৌদি আরব