হও না কেনো তুমি বিশাল বড়ো হাতি
মুরাইয়্যা ভাইঙ্গা ফালামু তোমার বুকের ছাতি।
বুইজ্ঝা ফালাইছি আমি সব,ক্যাডা দিতাছে শক্তি
এমন কাম কইরা দিমু, মিলবে না তোর মুক্তি।
আসবেনা তোর কোন বাপ ছাড়িয়ে নিতে তোকে আমডার কামে নাক গলাইতে আসবি না আর ঝুঁকে।
ধরবো সবডি-রে এক-এক কইরা
আর নি যায়বি আমডার বিরুদ্ধে লইড়া।
কান টানলে মাথা আয়ে হগ্গলে জানি
ধইরা এমন টান দিয়াম জানে থাকতোনা পানি।
এলির মার পুত, হেলির মার পুত হইছে শিক্ষিত
সমাজের কাছে করতে চায় আমডারে বিকৃত।
এমন কোপ দিয়্যাম ধইরা
উজুরী ফালাইয়্যা দিয়্যাম ছুরি ভইরা।
ক্যাডা এই নাটকের নাটের গুরু
আমডা কইলাম জানি পুরো!
মুরা যখন করাম শুরু, গাতা খুঁজবে এই গুরু।
যতোই আয়োক তীর ভাঙা ঢেউ, রেহাই পায়তো না কেউ
বন্ধ কইরা দিয়্যাম সবাইর ঘেউ-ঘেউ।
লাগতে আইছনা আমাগো পিছু
ভাইস্সা যায়-বি যদি করে দেই হিসু।
মদখাই,জুয়াখেলি,মাগীবাজি করি তাতে তোর বাপের কি
আমাগোর টাকায় আমডা খাই, তোদের কেনো ছিঃ।
ফকিন্নি ঝকিন্নিতে ভরা এই গাও
ছেনির দরকার পড়ে করতে গেলে রাও।
তারা বানাইবো শান্তিনিকেতন
দিতে পারে না মাসে ত্রিশ টাকা হুজুরের বেতন।
মূর্খের যখন হঠাৎ পয়সা হয়
এমন কথাবার্তা বলে জাগিয়ে তুলে ভয়।