ইসলাম যা করেছে হারাম
ভোগ করছি মোরা করে আরাম।
মায়ের সাথে যেনার চেয়েও জঘন্য সুদ
খাচ্ছি মোরা করে ফুরুত ফুরুত।
শূয়রের মাংস ভক্ষণ করেছেন নিষেধ
রাম রাম - মুখেও নেইনি তার নাম।
শূয়র কিংবা কাছিম যদিও খায় মুসলিম
মোল্লা,মৌলবি,সমজ পরিচালনাকারী বাঁধবে জোট
সমাজচ্যুত করবে গালি দিয়ে চুদির পুত --
সুদখোর, ঘুষখোর সমাজের উন্নয়নকারী ভুত।
ঘুষখোর ক্যাশিয়ার, সুদখোর সভাপতি মসজিদে
ইমাম সাহেব করেন না বয়ান চাকুরী হারাবার ভয়ে।
ঘোরালিতে আছে বল, মসজিদে যায় সেজে দূর্বল
চেয়ার ল’য়ে কাড়াকাড়ি, বাচ্চাদের মতো মারামারি।
নিজেদের সুবিধার্থে, স্বার্থের পাহাড়ের চূড়ায় আরোহনার্থে
ইসলামের ডালপালা কেটে করেছি ন্যাংটো।
ইসলাম যা করেছে হারাম, তুড়ি মেরে উড়িয়ে করছি আরাম
বৃদ্ধি হচ্ছে মস্তিষ্কের ব্যারাম, জুয়ার বাজিতে খেলি কেরাম।
গর্ভধারিনীর সাথে যদি কেউ করে সহবাস --
সূর্যোদয়ের আগেই পুড়িয়ে দিবে কুলাঙ্গারের আবাস
তারচে জঘন্য পাপী সুদখোর, রাখছি মোরা আদুরে
পবিত্র স্থানগুলোতে বরণ করছি সমাদরে।
২০/০৮/২০২২ সৌদি আরব