আমরা সংলাপ চাইনা, বাস্তবায়ন চাই
আমার ভাইয়ের রক্তের বদলা চাই!
অনেক দেখেছি আপনাদের পুতুল-পুতুল খেলা
জেগে উঠেছে বাংলার মানুষ,বুঝবেন এবার ঠেলা।
আমাদের টাকায় কেনা বন্দুকে আমাদের বুকে গুলি
উড়িয়ে দিয়েছে আমার কতো ভাইয়ের মাথার খুলি।
ভুলবো না, ভুলবো না আজকের এইদিন
একদিন কেটে যাবে ঘোর আঁধার, ফিরে আসবে সুদিন।
আঘাতের জবাব আঘাতে দেবো, রক্তের বদলে রক্ত
হৃদয় ক্যানভাসে এঁকে রেখেছি ছবি যাঁরা ছিলো স্বৈরাচার ভক্ত।
এতো লাশের রক্তে পা ভিজিয়ে সংলাপে যেতে আমি ভীত
সংলাপ যদি চাইতো, আমার ভাইয়ের রক্ত ঝরার আগেই উদ্যোগ নিতো।
হাত যখন ভিজেছে রক্তে, পুঁতে ফেলেছি সংলাপ গর্তে
তখনই ক্ষান্ত হবো,স্বৈরাচার পৌঁছিয়ে মর্ত্যে।
রক্তে ভিজেছে পতাকা, রক্তে ভিজেছে মানচিত্র
নির্লজ্জের মতো ডাকো রক্তের সাথে বেঈমানী করে হতে মিত্র।
আমরা ঘরে ফিরবো না, ফিরবো না শিক্ষাঙ্গনে
এই অলিগলি রাজপথ কম্পিত হবে আমাদের হুংকারের কম্পনে।
পতাকা ছুঁয়ে, ভাইয়ের তাজা রক্ত ছুঁয়ে, রক্তাক্ত মানচিত্র ছুঁয়ে নিয়েছি শপথ
পুলিশের পরোয়া করবোনা,এই রাজপথ ছাড়বোনা যতোই নেমে আসে বিপদ।
আমরা সংলাপ চাইনা, বাস্তবায়ন চাই
আমরা এই মানবতাবিরোধী, বৈষম্যমূলক স্বৈরাচারীর পতন চাই।
এখন আর সংলাপের সময় নেই -
আমরা জানি কিভাবে অধিকার আদায় করতে হয়
সন্ত্রাসী হামলা করে জাগাতে পারবেনা অন্তরে ভয়
আমারা নির্ভীক, নির্ভয়- ইনশাআল্লাহ হবে জয়।