আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে
পাগলে কিনা ব'লে আর ছাগলে কি-না খায়
সম্মুখে যা পায় তা-ই চিবায়।
জ্ঞানী তবে মূর্খ, সে যোগ্য চেয়ারের
জ্ঞানহীন মূর্খ যদি বসে চেয়ারে
এই সমাজ ডুবে যাবে মাদকের নেশাতে
ভেঙে যাবে মেরুদণ্ড, তলিয়ে যাবে গর্তে।
বসে কি? আলবৎ বসে আছে
দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটি সেক্টরে
মুখ গহবর থেকে বেরিয়ে আসে বেফাঁস কথা
হাবভাবে মনে হয় ওঁরা-ই দেশের মাথা।
শালিসির নামে নৃশংসতা, অনিয়ম অরাজকতা
শরাব পিকে উলু-ঢুলু, বাপকে ডাকে খালু
খিল ভাঙে পড়শীর ঘরের,ওঁরা-ই আজ তারুণ্যের মডেল।
পায়ের সাথে পা প্যাঁচিয়ে বসে কথা ব'লেন রসে
নিজের ঘরে এতো দুর্গন্ধ লাগেনি তাদের নাকে।
নিঝুম নিশীথে দূর্বলের ঘরে প্রবেশ করলে বেড়াল
পুরো গাঁও ব'লে বেড়ায় প্রবেশ করেছে চাঁড়াল।
তাদের ঘরে যদি প্রবেশ করে পরক্রিয়া প্রেমিক
এ খবর যায়নি শোনা, করে রাখেন আড়াল।
আজ ছাগল দিয়ে হচ্ছে হালচাষ
পরিচালিত হচ্ছে সমাজ, শিক্ষাঙ্গন, রাজনীতি
হাজারো অপদার্থ অযোগ্য ছাগল এইভাবে দখল করে রেখেছে চেয়ার।
কলমের চেয়ে তাদের মুখ ক্ষুরধার
নিজেকে প্রচার করে ব'লে উদার
কথায় ভাঙে বুক, হাতে মেরুদণ্ড
ওঁরা তো কেবল নির্দয়-পাষণ্ড।
তাদের সন্তান দুলাল, গরীবের সন্তান পয়মাল
তারা পালে দুধ মাখানো ভাত খাওয়ায়ে --
গরীব পান্তা ভাতে লঙ্কাবাটা মাখিয়ে।
✑ মিটু সর্দার
০১/০৯/২০২২ সৌদি আরব