কথায় কথায় মিথ্যে
চোগলখোরি মিশে আছে রক্তে।
বক্তৃতায় কাঁপে মঞ্চ
মিথ্যুক লোক নাকি এই দেশের ধন।
ভক্ত বৃন্দের নেই অভাব
মঞ্চ কাঁপানো হয়েছে তাদের স্বভাব।
নুন আনতে পান্তা ফুরানো এখন জমিদার
তাদের মুখ এখন ক্ষুরধার।
সারারাত পরপুরুষের সঙ্গে করে বাস
সকাল বেলা ধরাজ কণ্ঠে কোরআন তিলাওয়াত।
তসবি হাতে জিকির পাঠ, কামিনী অতিবাহিত করেন যামিনী
হাবভাবে মনে হয় সারারাত কিচ্ছু ঘটেনি।
অজ্ঞ লোকে দেয় জ্ঞান, বুক পকেটে রাখে পেন
অনেকে ক্ষুধা নিবারণে ভাত না পেয়ে খায় ফেন।
সভ্য পৃথিবীর অসভ্য জাতি, চা বিক্রেতা নাড়ে রাজনীতির কাঠি
বৃদ্ধ পৃথিবী কাঁপে থরথর, কাঁপেনি অসভ্য জাতির অন্তর।
পতিতা এখন আইকন তারুণ্যের, নর্তকী মন্ত্রী পার্লামেন্টের
চা বিক্রেতা বিশ্ব কাঁপায়, বাদম বিক্রেতা মিডিয়া।
কি করে হবে গায়ে বল, দুধে ভেজাল পায়না এখন সর
মেয়ে মানুষ হয় এখন মেয়ে মানুষের বর।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি তাকে
এতো কিচ্ছু চাই, চাওয়ার মাঝে পড়ে ছাঁই।
রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, পেট নীতি সর্ব নীতিতে ভেজাল
ডাক না শোনেও বাঁচিয়ে রাখাটা একদম নির্ভেজাল।
কাজে জয়ী হওয়ার অদম্য চেষ্টা জাপান, চীন, জার্মানে
কথায় জয়ী হওয়ার অদম্য চেষ্টা বাংলাদেশ এবং ভারতে।
এই দুই দেশে খই ফোটার মতো যদি মুখে কথা না ফোটে
পাণ্ডিত্যের উপাধি পাওয়া দুষ্কর।
নারীর পেটের ক্ষুধা নিবারণে কেউ আসে না
যৌন ক্ষুধা নিবারণে এগিয়ে আসে একঝাঁক।
বেশ্যা পেটের দায়ে করেন পতিতাবৃত্তি
পেট ভরপুর থাকার পরও অনেক পেতে চান নিষিদ্ধ যৌনতৃপ্তি।
এই সমাজ বেশ্যা নারীকে ডাকে নটী, খানকি, মাগী
পুরুষকে বদমাইশ, কেন এই তারতম্য? অধর্মই এখন ধর্ম।
নারী-পুরুষে নাই ভেদ, কে চষে কার ক্ষেত
এ কোন শক্তি টেনেটুনে নিয়ে যায় অন্তরাত্মার জেদ।