মোরা এই পৃথিবীর বাসযোগ্য নই
এই পৃথিবী তো তাদের বাসের যোগ্য
যারা মোদের লোহিত রক্ত চুষে কোটিপতি হয়।
বাড়ছে বাজেট, বাড়ছে দ্রব্যমূল্য, বাড়ছে চাহিদা
বাড়েনি কভু ঘামের দাম, শ্রমের দাম
বাড়াতে বললে বলেন রামরাম।
চাঁদ কিংবা মঙ্গলে গিয়ে করলে বাস
সর্বক্ষণ হৃদয় করবে তরাস তরাস
নভোচারীরা দিয়ে হানা,জীবন করে দিবে ফানা ফানা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অভ্যস্ত মোরা
চলো এই পৃথিবী ছেড়ে যায় সৌরজগতে
সূর্যের তাপ এই পুড়াকে আর কি পুড়াইবে।
বাজেটের নামে রক্ত চুষা বাদুড়েরা
এয়ারকন্ডিশনের রুম ছেড়ে যাবেনা কভু মোদের কাছে
থাকব মোরা সুখেদুখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে।
সারাদিনের আয়- চালডালে যায়
সাধ জাগলেও মাংস পোলাও কভু নাহি খাই
লঙ্কা পুড়ায় খেয়ে ভাত, কোন রকম যায় রাত।
মোরা এই পৃথিবীর বাসযোগ্য নয়
আর কখনো যোগ্য হয়ে উঠতে পারবো না
দিয়ে যাবো পৃথিবী তোমাদের, তোমরা অধিপতি এই ভুবনেশ্বরের।