টুনি আমি যদি তোমার কথা শুনি
আবার স্বপ্ন দ্যাখবে কি আমাকে ঘিরে?
আর কখনো ঝরাতে দেবোনা আঁখি জল
থাকবে সর্বদা শক্ত তোমার মনোবল।
টুনি আমি যদি তোমার দ্যাখা স্বপ্নগুলো বুনি
তুমি কি আবার আসবে ফিরে আমার ঘরে
মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো
জড়িয়ে ধরে রাখবো পাঁজরে পাঁজর ঠেকিয়ে।
টুনি আমি যদি তোমার পরিপূর্ণ খেয়াল রাখি
ফিরবে কি তুমি তোমার মেয়ের ভুবনে?
মা ছাড়া মেয়ের দিন কি আর যায় আনন্দ উল্লাসে
মায়ের আদর পায়নি একযুগ ধরে।
টুনি তুমি নাইবা হলে মোর দুঃখের সাথী
বৃষ্টিতে মাথায় নাইবা ধরলে ছাতি
বুদবুদ সমতুল্য জীবন কাটিয়ে দিবো না-হয় একাকী
একদিন চলে পুরো পৃথিবীকে দিয়ে ফাঁকি।
টুনি তুমি টুনটুনি পাখির মতো নাচবে
মম হৃদয়ের সারা উঠোন জুড়ে
হৃদয় দোল খাবে কচি ধান পাতার মতো
দুঃখ গুলো ঝরে পড়বে শিশির বিন্দুর মতো।
হাফপ্যান্ট পড়ে যখন আসতে আমার গাঁয়
টুনি নামে ডাকতো আমার মায়ের মা'য়
ঘুরতে আসতে আমার বাড়ি, মুগ্ধ হতাম দ্যাখে
ঘুরেছিলাম তোমায় নিয়ে পাহাড়ের শিখরে।