মাটির চাল, মাটির বেড়া,মাটির বিছানা
আলো নেই, বায়ু নেই, অন্ধকারের কারখানা।
ঘরের পাশেই বাড়ি তোমার, জানতে পারিনা ক্যামন আছো
ভালো কি'বা মন্দের নিতে পারিনা খুঁজ।
আমার সুখে হতে সুখী, আমার দুখে দুঃখী
তুমি ছাড়া জীবন আমার তপ্ত মরুভূমি।
মোদের উদর পুর্তি না করিয়ে মুখে নিতে না খাবার
বেলা শেষ না হতেই সময় হ'য়ে গেলো তোমার যাবার।
একটু আঘাত পেলেই ছুটে আসতে কি হ'য়েছে মোর
তীর ভাঙা আঘাতে মোর প্রতিটি রাত্র হয় ভোর।
তুমি হীনা খোলে না মা-গো সুখের সেই বন্ধ দোর
ঘরের পাশেই তুমি থাকো, তারপরও বহুদূর।
মশারীর ভিতর শুনতে যদি মশার ভনভনানি
হারিকেন জ্বালিয়ে মারতে মশা হাতে মাখিয়ে পানি।
বিষাক্ত পোকা-মাকড় খেয়েছে তোমার সুন্দর দেহ
এ-তো যত্নে লালন করলে, করতে পারিনি কিচ্ছু।
০৩/১২/২০২২ইং, সৌদি আরব